ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া

ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া

সুপ্রিয় পাঠক! ছড়া-কবিতা প্রেমী ৷ আপনাদের জন্য একগুচ্ছ ছড়া-কবিতা নিয়ে হাজির হলাম ৷ যারা প্রকৃতি ভালোবাসেন এবং দেশ প্রেম যাদের হৃদয়ে আছে ৷ তাদের ছড়াগুলো আশা করছি অনেক ভালো লাগবে ৷ আপনাদের মন্তব্য জানাতে পারেন ৷ ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া ৷

আরও পড়ুনঃ শিশুর নাম রাখার ক্ষেত্রে ইসলামের বিধান

ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া

ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া
ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া

ঘুড়ি

আসমা আক্তার হুমায়রা

ঘুড়ির পিছে ঘুরে ঘুরে
শিশু-কিশোর দল,
আনন্দে উচ্ছ্বল ৷

রঙবেরঙের কত ঘুড়ি
ওড়ায় সুতো দিয়ে
নাটাই হাতে নিয়ে ৷

বন বাদাড়ে বিলের ধারে
তপ্ত রোদে পুড়ে,
সময় কাটায় ঘুরে ৷

একেবেঁকে ঘুড়িগুলো
নীল আকাশে ওড়ে,
হৃদয় ওদের ভরে ৷

ছড়া-কবিতা

ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া
ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া

শাপলা

আসমা আক্তার হুমায়রা

বর্ষা এলে চতুর্দিকে
বসে পানির মেলা,
নানান জাতের মাছে তখন
খেলে মজার খেলা ৷

বিলের মাঝে শাপলা ফুটে
মুচকি হাসি হাসে,
কী মজাদার দেখতে আহা
পানির ওপর ভাসে ৷

কাগজ দিয়ে নাও বানিয়ে
শিশু কিশোর যারা,
পানির ওপর ছেড়ে দিয়ে
হয় যে আপনহারা ৷

উঠোনজুড়ে পানি এসে
কষ্ট বাড়ায় কারো,
শাপলা দেখে নয়ন জুড়ায়
বর্ষা সে চায় আরো ৷

ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া
ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া

শীত সকালে

আসমা আক্তার হুমায়রা

শীত সকালে দিচ্ছে উঁকি
সূর্য ক্ষণে ক্ষণে,
হীম কুয়াশায় ঢেকে আছে
পর্দা ফেলে মনে ৷

কৃষক মজুর রয় না ঘরে
যায় বেরিয়ে কামে,
আবছা আলোয় তাদের গায়ে
শিশির কণা নামে ৷

শীতের সময় মাঝে মাঝে
সূর্য দিনের বেলা,
উঠে ডুবে খেলতে থাকে
লুকোচুরি খেলা ৷

হার মানে না কঠিন শীতেও
শ্রমজীবী যারা,
একমুঠো সুখ খোঁজার জন্য
হয় যে দিশেহারা ৷

ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া
ছড়া-কবিতা | বাচ্চাদের ছড়া

ঋতুর রাজা

আসমা আক্তার হুমায়রা

ঋতুর রাজা বসন্তকাল
শীত ফুরালো যেই,
রাজার মত করলো দখল
পুরো রাজ্যকেই ৷

শিমুল পলাশ কৃষ্ণচূড়া
ছড়িয়ে দিয়ে ঘ্রাণ,
সকাল দুপুর সব মানুষের
দেয় জুড়িয়ে প্রাণ ৷

কোকিল পাখির কুহু তানে
মনটা উদাস হয়,
ভাবনা আসে আহ পাখিটা
মনের কথাই কয় ৷

গাছে গাছে ফুল পাখিদের
মেলা বসে রোজ,
আনন্দে হৈ হল্লা করে
করে ভূরিভোজ ৷

শহীদ হলো

আসমা আক্তার হুমায়রা

বাংলাদেশের কৃষক মজুর
ছাত্র যুবা মিলে,
দেশকে তারা করতে স্বাধীন
যুদ্ধ করেছিলে ৷

শহীদ হলো তবুও তারা
হার মানেনি কোনো,
পাক বাহিনীর হায়নাদেরকে
করলো তুলোধুনো ৷

পতাকার মান রাখতে গিয়ে
বিঁধলো বুলেট বুকে,
স্বাধীন বাংলার জয়গান তবু
তাদের মুখে মুখে ৷

পুব আকাশে স্বাধীন সূর্য
উঠলো পরিশেষে,
লাখ শহীদের আত্মা তখন
উঠলো তুমুল হেসে ৷

বাংলা ভাষা

আসমা আক্তার হুমায়রা

মায়ের কোলে হেলে দুলে
শিখছি বাংলা ভাষা,
এই ভাষাতেই কাঁদি হাসি
মিটাই মনের আশা ৷

খুব সহজেই পাইনি এটি
রক্ত দিয়ে কেনা,
বীর শহীদের তাজা খুনে
আমরা হলাম দেনা ৷

দেয় প্রেরণা শহীদেরা
আন্দোলন সংগ্রামে,
সকল দাবীর বিজয় আসে
রক্ত এবং ঘামে ৷

সালাম রফিক জাব্বারদের
ঋণের বোঝা ভারি,
শুদ্ধ বাংলায় কথা বলে
দায় মিটাতে পারি ৷

কুয়াশা

আসমা আক্তার হুমায়রা

শীত নেমেছে শহর জুড়ে
কাঁপছে সবাই শীতে,
এমন সময় একটা শিশু
আসলো খাবার নিতে ৷

কুয়াশাতে ছেয়ে গেছে
যায় না দেখা কিছু,
একটা গাড়ি ঠিক তখনি
নিলো যে তার পিছু ৷

করুণ চোখের শিশুটিকে
নিলো ওরা তুলে,
মানবতা ভালোবাসা
সবই গিয়ে ভুলে ৷

শীতের পোশাক একটু খাবার
একটু আদোর ছাড়া,
যেই শিশুটা উঠছে বেড়ে
ধরলো ওকে কারা?

মানবজাতির শত্রু ওরা
শিশু পাচারকারী,
সব শিশুরা শান্তি যে চায়
খুবই তাড়াতাড়ি ৷

আরও পড়ুনঃ দোয়া কি ভাগ্য পরিবর্তন করে? 

পতাকা

আসমা আক্তার হুমায়রা

লাল সবুজের ওই পতাকা
উড়ছে নীলে হেসে,
জীবন দিলো কত জনে
দেশকে ভালোবেসে ৷

আপন করতে পতাকাকে
জীবন মায়া ভুলে,
বীরের বেশে হাজার শহীদ
অস্ত্র নিলো তুলে ৷

রুখে দিলো শক্তিশালী
শত্রু বাহিনীকে,
জয়ের ধ্বনি ছড়িয়ে গেলো
বিশ্বে চতুর্দিকে ৷

আকাশ নীলে স্বাধীন বেশে
পতাকা আজ উড়ে,
স্বাধীন এ দেশ গাইছি সে গান
মন মাতানো সুরে ৷

আরও পড়ুনঃ শোক দিবসের ছড়া

শেষ কথাঃ

সুপ্রিয় পাঠক! ছড়াগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান ৷ আরো কি কি বিষয় ছাড়া চান তাও জানান ৷

ইসলাম, দেশ ও মানবতার পক্ষে লিখতে পছন্দ করি ৷ তা পাঠকদের কাছে পৌঁছানোর জন্যই এই প্রয়াস ৷ আমাদের সাইটে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে লেখা পাবেন কন্টিনিউ ৷ আমাদের সাথেই থাকুন ৷ বন্ধুদের আমন্ত্রণ জানান ৷ ভালো থাকুন ৷ এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *