দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া

পোষ্ট সূচি

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]দীদার মাহদীর একগুচ্ছ ছড়া[/box]

হিংসা

দীদার মাহদী

দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া
হিংসা

তোমার মনে হিংসা যত পুষে
নিজকে ভাবো ফেরেশতা আর
অন্যকে যাও দুষে ৷

হিংসা তোমার ঠোঁটে মুখে
পশমভরা সফেদ বুকে
হিংসা দিয়ে সকাল বিকাল
করো তুমি নাস্তা,
হিংসুটে এই তোমার প্রতি
থাকবে কারো আস্থা?

মগজ গেছে হিংসা দিয়ে ভরে
নিজেই পুড়ো নিজ আগুনে
হিংসা লালন করে ৷

আমার ভালো গুণগুলোকে
স্বীকৃতি দেয় বেবাক লোকে
সেটা দেখে জ্বলে মরো
ছড়াও মিথ্যা যা তা,
আমাক কী হয় গুনাহ দিয়ে
ভরছো তোমার খাতা ৷

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া[/box]

কারা?

দীদার মাহদী

দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া
কারা?

কুরআন হাদীস যুক্তি দিয়ে
ইসলামী সব বিধান নিয়ে
বললে কাদের জ্বলে,
হকের ওপর থেকে কারা
সঠিক পথে চলে?

ইসলামী জ্ঞান কাদের আছে
আলেম নাকি তাদের কাছে
মূর্খ নেতা যারা,
আজ কাল তো ইসলামেরি
ব্যাখ্যা দিচ্ছে তারা!

ভুল হ্যাঁ আলেম করতে পারে
নষ্ট আলেম বলবো তারে
পদস্খলন হলে,
দরবারিদের ঝাটাপেটা
করবো দলে দলে ৷

কিন্তু যারা দীন মানে না
কুরআন হাদীস তাও জানে না
দেয় ফতোয়া যদি,
বুঝতে হবে টার্গেট ওদের
হাতলওয়ালা গদি!

এটিও পড়ুনঃ বাচ্চাদের চমৎকার ছড়া

পতাকা

দীদার মাহদী

দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া
পতাকা

বাংলাদেশের রূপের কথা
এবং দেশের স্বাধীনতা
বিশ্ববাসী জানে,
রূপের রাণী দেশটি আমার
সবাই সেটা মানে ৷

ফুল ফসলের লীলাভূমি
যেদিক তাকাও দেখবে তুমি
সবুজ দিয়ে ঘেরা,
রক্ত ঘামে কেনা এ দেশ
সবার থেকে সেরা ৷

কে থামাবে এমন জাতি
যুদ্ধে যারা রাতারাতি
দেশ বাঁচাতে নামে,
ভয় করে না আসুক যতই
শত্রু ডানে বামে ৷

আমার হাতে জয় পতাকা
শহীদ গাজীর স্বপ্নে আঁকা
রাখবো সদা ধরে,
স্বদেশ আমার রাখতে স্বাধীন
প্রমাণ দিবো লড়ে ৷

 

শীতের বুড়ি

দীদার মাহদী

শীতের বুড়ি
শীতের বুড়ি

শীতের সময় আসে নাকি
একটা শীতের বুড়ি,
দেখতে কেমন বয়স কত
হবে কয়েক কুঁড়ি!

শীত বুড়িকে নিয়ে আছে
প্রশ্ন ভুরি ভুরি,
এই বুড়িটা খায় কি তবে
চানাচুর আর মুড়ি!

শীত চলে যায় কিন্তু বাপু
বুড়ি কোথায় এলো,
কেউ কি কভু শীতের বুড়ির
দেখা ঠেখা পেলো!

সাফ অযথাই নাম দিয়েছে
শীতকে শীতের বুড়ি,
কল্পনাতে তাই তো সবাই
গল্প হাজার জুড়ি ৷

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া[/box]

পতাকা

দীদার মাহদী

পতাকা
পতাকা

দূর আকাশে পায়রা ওড়ে
নীলের মাঝে ঢেউ,
জয় বাংলা স্লোগান তুলে
যাচ্ছে আবার কেউ ৷

লাল সবুজের পতাকাটা
শূন্যে তুলে ধরে,
তরুণ যুবক যাচ্ছে ধেয়ে
বিজয় মিছিল করে ৷

রক্ত কান্না ইজ্জত আর
প্রাণের বিনিময়ে,
বাংলাদেশের জয় পেয়েছি
অযুত কষ্ট সয়ে ৷

পতাকার মান স্বাধীনতা
রাখবো ধরে সবে,
দেশের প্রশ্নে দলগুলো সব
ঐক্যবদ্ধ হবে ৷

 

ধর্ষক

দীদার মাহদী

ধর্ষক
ধর্ষক

আচ্ছা দেশে ধর্ষকেরা শাস্তি পেতো যদি,
তয়কি সোজা উল্টে যেতো জালিম শাহীর গদি?
শাস্তি তবে হয় না কেনো
ধর্ষকেরা বাদশা যেনো
পার পেয়ে যায় কেমন করে তারা
ধর্ষকদের শাস্তি দিতে আমজনতা দাঁড়া ৷

কাদের ছত্রছায়ায় থেকে অসভ্যদের দলে
যাচ্ছে নিয়ে সোনার দেশটা চরম রসাতলে
মূলোৎপাটন করতে হবে
মজলুমেরা আয় না সবে
ওদের তাড়াই গামছা বেধে মাজায়
দেশের যেনো সতীত্বটা না যায় ৷

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া[/box]

ওপার যাত্রী

দীদার মাহদী

মৃত্যু ছড়া
মৃত্যু

তোমার জীবন কেমন কেটেছে
কেমন ছিলে তুমি,
জানে স্বদেশ ভূমি ৷

তোমার মৃত্যু হবার পরে
খুশি হয়েছে কেউ,
উঠছে খুশির ঢেউ?

নাকি তোমায় হারিয়ে সবাই
কাঁদছে অশ্রু ফেলে,
আবেগ পুরো ঢেলে!

তুমিই বলো ওপার যাত্রী
জুলুম করেছো কিছু,
আজাব নিয়েছে পিছু?

মৃত্যুর সাথে সব খেলা শেষ
হও ভালো কি মন্দ,
সব আমল আজ বন্ধ ৷

 

ঈদ

দীদার মাহদী

দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া
ঈদ

ঈদটা এবার ঘরেই কাটুক
পড়ে শুয়ে খেলে,
ক্ষতির মুখে পড়তে পারি
জানি বাইরে গেলে ৷

ঘরের ভেতর খুনসুঁটিতে
যাক না সময় কেটে,
দেশ দুনিয়ার খবর নিতে
ঢুঁ মারা হোক নেটে ৷

ঈদ আনন্দ হয়তো এবার
চার দেয়ালে বন্দী,
ঘোরাঘুরির সাথে সবার
হোক না গোপন সন্ধী ৷

ফিরলে সময় সবই হবে
সাবধানে পথ চলি,
কোলাকুলি করবো পরে
এই কথাটাই বলি ৷

 

ঈমান

দীদার মাহদী

ঈমান
ঈমান

দীন ইসলামের সব নিয়েছি
চক্ষু বুঁজে মেনে,
নিরেট ঈমান হৃদয় মাঝে
করছি ধারন জেনে ৷

শির্ক ছেড়েছি কুফর নিফাক
দিচ্ছি সবই ঝেড়ে,
আল্লাহতে বিশ্বাস করেই
সব দিয়েছি ছেড়ে ৷

আকীদা সাফ করছি প্রভু
নাও না কবুল করে,
তুমিই আমার মালিক খোদা
সবই তোমার তরে ৷

ঈমান এবং আমল নিয়ে
মরতে যেনো পারি,
সৎ জীবন চাই চাই না প্রভু
অঢেল বাড়ি গাড়ি ৷

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]দীদার মাহদীর একগুচ্ছ ছড়া | ছড়া-কবিতা | শিশুতোষ ছড়া[/box]

হারিয়ে গেলাম

দীদার মাহদী

হারিয়ে গেলাম
হারিয়ে গেলাম

মনটা কেমন ভারাক্রান্ত
কারণ খুঁজে পাই না,
প্রশান্তি চাই মনের মাঝে
আর তো কিছু চাই না ৷

নিরবতা গ্রাস করেছে
আজ কোথাও যাই না,
সরব মনের দরজা বন্ধ
বন্ধ হ্যালো হাই না ৷

দেখছি না কেন কিছুই এখন
আঁধার কালো রাত কি,
চোখের ওপর কেউ রেখেছো
ভারি কোনো হাত কি?

ভাবনাগুলো এলোমেলো
কী হলো আজ বুঝ নাই,
হারিয়ে গেলাম কোথায় আহা
আমি আমার খুঁজ চাই ৷

 

শেষ কথাঃ

সুপ্রিয় পাঠক! আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে হাজারো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারেন ৷ আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে তাও করতে পারেন ৷ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷ জাযাকাল্লাহ খাইরান ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *