মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা

মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ৷ সুপ্রিয় পাঠক! সবাই কেমন আছেন? আশা করছি ভাল এবং সুস্থ আছেন ৷ নিরাপদে আছেন ৷ আপনার মা বেঁচে থাকলে আপনার মায়ের জন্য প্রাণখোলা ভালোবাসা ৷ আর মা বেঁচে না থাকলে তার জন্য অন্তর থেকে দোয়া করছি ৷ আল্লাহ তাকে জান্নাতবাসী করুন ৷ মাকে নিয়ে ছড়া কবিতা ৷ বাবা মাকে নিয়ে কবিতা ৷ মাকে নিয়ে কবিতা ৷ মাকে নিয়ে কবিতা আবৃত্তি ৷ মাকে নিয়ে কষ্টের কবিতা ৷ মাকে নিয়ে ছোট কবিতা ৷

আচ্ছা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামীন এবং তার রাসূল সাঃ এরপর যদি আমরা কাউকে বেশি ভালোবাসি ৷ কারো প্রতি যদি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা উজার করে অর্পণ করি ৷ তিনি হলেন মা ৷ মাকে নিয়ে লেখা কবিতা আবেগ, উচ্ছ্বাস আর প্রতিটি শব্দের ভেতর দিয়ে প্রকাশ পায় মায়ের প্রতি অকুণ্ঠ আত্মসমর্পণ ও মধুমাখা অকৃত্তিম মুহাব্বাত ৷ আজ আমরা মাকে নিয়ে এমন কয়েকটি কবিতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ৷ আমাদের সঙ্গেই থাকুন ৷ আশা করছি কবিতাগুলো ভালো লাগবে ইনশাল্লাহ ৷

আরও পড়ুনঃ মা দিবসের রচনা ও গল্প

মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা

মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা
মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা

সবচে আপন

দীদার মাহদী

সবচে আপন সবচে কাছের
সবচে প্রিয় মা,
এই পৃথিবীর কোনো মানুষ
মায়ের মত না ৷

আমার জন্য নিজের জীবন
দেন করে মা শেষ,
দুঃখ লুকান আড়ালেতে
বলেন আছি বেশ ৷

সুস্থ রাখো মাকে প্রভু
নেকীর হায়াত দাও,
মাকে যেনো ভালোবাসি
আমায় বাসে মাও ৷

দীর্ঘ করো মায়ের ছায়া
দাও অনন্ত সুখ,
ভুলতে পারি মাকে দেখে
যেনো হাজার দুখ ৷

মৃত মাকে নিয়ে কবিতা

কবর দেশে

দীদার মাহদী

কবর দেশে কেমন আছো
আমার প্রিয় মা,
তোমায় ছাড়া জীবন আমার
আর তো চলে না ৷

দুখে থাকি কিংবা সুখে
দেখার তো কেউ নাই,
কোথায় গেলে মায়ের আদোর
শাসন খুঁজে পাই ৷

জান্নাতে মা সুখে থাকো
প্রভূর কাছে চাই,
সকাল বিকাল সালাত মাঝে
বলি মালিক শাই ৷

ছোটোবেলায় লালন পালন
করছে মায়ে যেই,
কবর মাঝে প্রভূ তাকে
পালন করো সেই ৷
করছে লালন

মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা
মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা

মা দিবসে মাকে নিয়ে কবিতা

মা

দীদার মাহদী

মা আমাকে সবচেয়ে বেশি ভালবাসে
সুখে দুখে আমার অতি কাছে আসে
চুমু এঁকে দেয়,
রাগ অভিমান ভুলে গিয়ে
বুকে টেনে নেয় ৷

আমি যদি ভুল করি মা হেসে বলে
আর যেও না দুষ্টু খোকা খুকির দলে
আদর দিয়েই কয়,
এই পৃথিবীর কোন মানুষ
মায়ের মত নয় ৷

অসুখ হলে মা জেগে রয় মাথার কাছে
দোয়া করে খোকা আমার যেন বাঁচে
ফেলে চোখের জল,
মাকে প্রভু বাসবো ভালো
বাড়াও মনের বল ৷

আমার লেখা বিনা অনুমতিতে অন্য পোর্টালে প্রকাশ করা সম্পূর্ণ বেআইনী

মাকে নিয়ে ছড়া কবিতা

ভালোবাসি

দীদার মাহদী

ভালোবাসি শ্রদ্ধা করি
স্বার্থ বিনে মাকে,
মায়ের দুআ পাচ্ছি আমি
জীবন বাঁকে বাঁকে ৷

দুঃখ কষ্ট তুচ্ছ ভাবেন
আমার জন্য মায়ে,
সারাজীবন খাটেন তিনি
সংসার নামক নায়ে ৷

মাকে আমার বাসতে ভালো
দিবস লাগবে কেনো,
মা-ই আমার জীবন পথে
আলোর প্রদীপ যেনো ৷

মা দিবস তাই আমার কাছে
নিত্য দিনই জানি,
মায়ের আদেশ নিষেধ সবই
ভালোবেসে মানি ৷

মা দিবসের ইতিহাস

জন্মদাত্রী হিসেবে আমার, আপনার, সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে৷ তাই তাঁকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়ত কোনো প্রয়োজন নেই৷ তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে, যার সূত্রপাত ১৯১৪ সালের ৮ই মে থেকে৷

সন্তানের জন্য মায়ের যে আত্মত্যাগ তা কোনোভাবেই পূরণ হবার নয় ৷ সন্তান এক থেকে দশ বছর পর্যন্ত মায়ের প্রতি নির্ভর থাকে ৷ বিশেষত পাঁচ বছর পর্যন্ত ৷ এ সময়টা একজন মা তার সকল আরাম, আয়েশ ও আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে লালনপালন করেন ৷ তার বিনিময় হবে কী দিয়ে? বছরে একটা দিন মাকে ভালোবাসবো? না ৷ এটা একটা দিবস মাত্র ৷ একজন মুসলিম তার মাকে প্রতিদিন ভালোবাসে ৷ প্রতি মুহূর্তেই তার প্রতি শ্রদ্ধা নিংড়ে দেয় ৷

শেষ কথা

সুপ্রিয় পাঠক! আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে হাজারো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারেন ৷ আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে তাও জানাতে পারেন ৷ নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন নির্দ্বিধায় ৷ সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ৷ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷ জাযাকাল্লাহ খাইরান ৷

মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা
মাকে নিয়ে কবিতা | মা দিবসে মাকে নিয়ে ছড়া-কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *