জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত[/box]

 

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ৷ সুপ্রিয় পাঠক! আজ আমরা কথা বলবো জানাজার নামাজের নিয়ম সম্পর্কে ৷ এটি আমাদের সবার জানা উচিত একদিন আমাকে আপনাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে ৷ মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবোনা ৷ আমৃত্যু বেঁচে থাকার কোন ঔষধ আবিষ্কৃত হয়নি ৷ আমার জানাযা লোকেরা যখন পড়বে ৷ আমি চাইবো তারা যেন আমার জানাজা ঠিকঠাকমতো পড়ে ৷ আমার জানাযা পড়ার সময় দোয়া গুলো নির্ভুল এবং শুদ্ধ উচ্চারণ করে পড়ে ৷

 

আমি যেমনটা চাইবো এমনটা তো সবারই কাম্য হওয়া উচিত ৷ সে ক্ষেত্রে আমার উচিত জানাজার নামাজের পরিপূর্ণ নিয়ম শেখা ও জানা ৷ এমনকি আমাদের প্রত্যেকেরই জানাজা পড়ানোর মতো যোগ্যতা অর্জন করা উচিত ৷ পুরো আর্টিকেলটি পড়ুন ৷ এ সম্পর্কে আর কোন প্রশ্নই থাকবে না ইনশাল্লাহ ৷

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]জানাজার নামাজের নিয়ম[/box]

আপনি পড়ছেনঃ জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত
জানাযার নিয়ম

মানুষ যখন মরে যায় তখন তার লাশকে জানাজা বলা হয় ৷ আর এই লাশের মঙ্গলার্থে এবং মৃত ব্যক্তির পরজীবনের কল্যাণ কামনায়, জান্নাত কামনায় যে সালাত পড়া হয় তাকেই জানাজার নামাজ বলা হয় ৷ জানাজা পড়ানোর জন্য প্রথমেই লাশকে কাফন দাফন করিয়ে নেয়া ৷

১ ৷ লাশকে উত্তরমুখী করে রাখতে হবে ৷ পা থাকবে দক্ষিণে ৷ মাথা উত্তরে ৷

২ ৷ লাশকে কিবলার দিকে রেখে ইমাম পেছনে দাঁড়াবে ৷ মৃতব্যক্তি পুরুষ হলে ইমাম তার মাথার পাশে দাঁড়াবে ৷ মহিলা হলে কফিনের মাঝামাঝি বা মাঝ বরাবর দাঁড়াবে ৷ পেছনে মুসল্লীরা ৷ সবাই কিবলামূখী হবে ৷

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]জানাযার নামাজের নিয়ত[/box]

আপনি পড়ছেনঃ জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত
জানাযার নিয়ত

نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

নিয়তের বাংলা উচ্চারণ: “নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তায়ালা আরবা আ তাকবীরাতে সালাতিল জানাজাতে ফারদুল কিফায়াতি আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যি ওয়াদ্দুয়াউ লিহাযাল মাইয়্যেতি এক্কতিদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আললাহু আকবার।”

এটিও পড়ুনঃ ওজু করার সঠিক পদ্ধতি

[box type=”shadow” align=”aligncenter” class=”3″ width=”3″]জানাজা নামাজের বাংলা নিয়ত[/box]

আমি চার তাকবিরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে মরহুম ব্যক্তির (পুরুষ/মহিলার) জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করছি। আল্লাহু আকবার ৷

নোটঃ আরবিতে নিয়ত করা জরুরি না ৷ আরবি নিয়ত না জানলে বাংলাতে মনে মনে এভাবে নিয়ত করলেও হবে ৷

আপনি পড়ছেনঃ জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত

৩ ৷ জানাজার নামাজ চার তাকবীর এর সাথে হবে ৷ প্রথম তাকবীরে হাত বাঁধার পর সালাম ফেরানোর পর্যন্ত হাত ছাড়বে না ৷ অনেকেই ইদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের সাথে জানাজার নামাজ কে তালগোল পাকিয়ে ফেলেন ৷ এর কারণ হচ্ছে ঈদুল ফিতরে অতিরিক্ত তাকবীর দেওয়ার সময় হাত ছেড়ে দিতে হয় ৷ কিন্তু জানাযার সময় হাত ছাড়তে হয় না ৷ অনেকে এই দুটো নামাজে এলোমেলো করে ফেলেন ৷ সে কারণেই তাদের মনে রাখতে হবে জানাজার নামাজে অতিরিক্ত তাকবীর দিতে হবে ৷ কিন্তু হাত ছাড়া যাবে না ৷ আর প্রতিটি তাকবীরের পর কিছু কাজ রয়েছে ৷

 

৪ ৷ নিয়ত করে প্রথম তাকবীর দিয়ে হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে অন্যান্য নামাজের মত হাত বেঁধে নিতে হবে ৷ এরপর নামাজে আমরা যে সানা পড়ে থাকি সেই ছানা পড়তে হবে ৷ তবে একটু বৃদ্ধি করতে হবে ৷

 

আরবিতে সানা:

سُبْحَا نَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ

বাংলা উচ্চারণ:

“সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারা কাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।”

 

৫ ৷ সানা শেষ করে দ্বিতীয় তাকবীর দিতে হবে ৷ দ্বিতীয় তাকবীরের পর দরুদে ইব্রাহিম পড়তে হবে ৷ আমরা অন্যান্য নামাজে যে দুরুদ পড়ে থাকি সেই একই দুরুদ এখানেও করতে হবে ৷

 

জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত

দরুদ শরীফ:

للَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَ اهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَا هِيْمَ اِنَّكَ حَمِيْدٌمَّجِيْدٌ

উচ্চারণ:

“আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামীদুম্মাজীদ।”

 

৬ ৷ তৃতীয় তাকবীর দিয়ে হাদীসে বর্ণিত মৃত ব্যক্তির জন্য যে কোন একটি দোয়া পাঠ করতে হবে ৷ প্রসিদ্ধ দোয়াটি হচ্ছে-

[box type=”shadow” align=”” class=”” width=””]জানাজার নামাজের দোয়া[/box]

 

জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত
জানাযার দোয়া

لَّهُمَّ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِيْنَ

উচ্চারণ:

“আল্লাহুম্মাগফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।”

 

জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত

 

[box type=”shadow” align=”” class=”” width=””]নাবালক ছেলের জানাযার দোয়া[/box]

 

اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًا وْاَجْعَلْهُ لَنَا اَجْرًا وَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا

উচ্চারণ:

“আল্লাহুম্মাজ আল হুলানা ফারতাও ওয়াজ আল হুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজ আলহুলানা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়ান।”

[box type=”shadow” align=”” class=”” width=””]নাবালিকা মেয়ের জানাযার দোয়া[/box]

 

اللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَاجْعَلْهَا لَنَا اَجْرًا وَذُخْرًاوَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَمُشَفَّعَة

উচ্চারণ:

“আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজ আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান।”

আপনি পড়ছেনঃ জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত

 

[box type=”shadow” align=”” class=”” width=””]জানাযার নামাজের ফজিলত[/box]

 

ঈমানের সঙ্গে ছাওয়াবের নিয়তে মৃত ব্যক্তির জানাযা পড়া এবং দাফন পর্যন্ত কবরস্থানে অপেক্ষা করা সুন্নাত। মৃত ব্যক্তির দাফনের জন্য কবরস্থানে যাওয়া পুরুষদের জন্য বৈধ। মহিলাদের জন্য বৈধ নয়। জানাযার পর দাফন পর্যন্ত অপেক্ষার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস আছে।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাযায় ঈমান সহকারে ও ছাওয়াবের আশায় শরিক হয় এবং জানাযা ও সমাধি পর্যন্ত থাকে সে দুই কিরাত নেকি পাবে। প্রতি কিরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর জানাযা পড়ে দাফনের পূর্বে ফিরে যাবে সে এক কিরাত নেকি নিয়ে ফিরবে। (বুখারি, মুসলিম)

আপনি পড়ছেনঃ জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত

শেষ কথাঃ

সুপ্রিয় পাঠক! আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে হাজারো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারেন ৷ আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে তাও করতে পারেন ৷ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷ জাযাকাল্লাহ খাইরান ৷

4 thoughts on “জানাযার নামাজের দোয়া, নিয়ত, নিয়ম ও ফজিলত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *