১৫ রমজান শুক্রবারে কি পৃথিবীতে বিকট আওয়াজ হবে? মধ্য রমজান কী হতে চলছে?

১৫ রমজান শুক্রবারে কি পৃথিবীতে বিকট আওয়াজ হবে? মধ্য রমজান কী হতে চলছে?

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ৷ সুপ্রিয় পাঠক! আশা করছি অত্যন্ত ভালো আছেন ৷ সুস্থ আছেন ৷ নিরাপদে আছেন ৷ আজ অত্যন্ত জটিল একটি বিষয় নিয়ে আলাপ তুলছি ৷ সোশ্যাল মিডিয়া ও অনলাইনে একটি বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে ৷ ১৫ ই রমজান শুক্রবারে কি পৃথিবীতে বিকট আওয়াজ হবে? মধ্য রমজান কি হতে চলেছে?

পড়ুনঃ নামাজের নিয়ত করা কি ফরজ? 

১৫ রমজান শুক্রবারে কি পৃথিবীতে বিকট আওয়াজ হবে? মধ্য রমজান কী হতে চলছে?

সহীহ হাদীসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে, আখেরী যামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন। ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার-ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম-নির্যাতন দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মাদী তাঁর আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসীর (রঃ) বলেনঃ তখন ফল-ফলাদীতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে।

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘‘আমি তোমাদেরকে মাহদীর আগমণ সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম-নির্যাতন দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান-যমীনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন’’।

তাতারিদের ফেতনার সময় তৎকালীন কিছু লোক মনে করেছিল এই বুঝি কেয়ামত ঘনিয়ে এসেছে!

এরপর ৭/৮শ বছর অতিবাহিত হয়ে গেছে, এখনও কেয়ামত নেমে আসেনি। আমরা দিব্যি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ।

বর্তমানেও কেউ কেউ মনে করছেন এই বুঝি কেয়ামত চলে আসছে! কেউ কেউ হযরত মাহদির আবির্ভাবের সময় নিকটবর্তী বলে প্রচার করছে। এসবই অযথা কথা। কেয়ামত নিয়ে আপনার এত টেনশনের কিছু নেই। আপনি আপনার কাজ করতে থাকুন। দীনের ওপর অবিচল থাকুন। যখন কেয়ামত হওয়ার তখন হবেই।

মাহদির আবির্ভাব, হযরত ঈসা আ. এর আগমন, কেয়ামতের বিভিন্ন আলামত এবং ভবিষ্যৎকালে সংঘটিতব্য অনেক বিষয়ের ভবিষ্যদ্বাণী হাদিসে এসেছে এটা সত্য। তবে এসব আলামত প্রকাশের নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়নি। এবং এগুলোর রয়েছে বিভিন্নরকম ব্যাখ্যা বিশ্লেষণ। তাই নিজ থেকে সময় নির্ধারণ করা এবং যে কোনো একটি ব্যাখ্যাকে আবশ্যক মনে করা অনুচিত।

১৫ রমজান শুক্রবারে কি পৃথিবীতে বিকট আওয়াজ হবে?

পুরাই ভুয়া গুজব কেউ আতংকিত হবেন না….
১৫ ই রমজান কি ঘটতে যাচ্ছে!

বর্ননা কি নির্ভরযোগ্য?
এই বর্ননার নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই।

কোনো এক জুমাবার হবে ১৫ রমজানে। সেদিন আকাশে বিকট আওয়াজ হবে। হাদিসটি হলো—দায়লামি বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কোনো এক রমজানে আওয়াজ আসবে’। সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে?’ নবীজি (স.) বললেন, ‘না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় ৭০ হাজার মানুষ বেহুশ হয়ে যাবে আর ৭০ হাজার বধির হয়ে যাবে।’

এ জাতীয় আরো কিছু বর্ননা রয়েছে,,,,,

(১)
قال العقيلي رحمه الله :
ليس لهذا الحديث أصل من حديث ثقة ، ولا من وجه يثبت
ইমাম উকাইলি বলেন, এই বর্ননার নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই।
” الضعفاء الكبير ” (3/52)

(২)
ইবনুল জাওযী এটাকে জাল বর্ননা বলেছেন।
هذا حديث موضوع على رسول الله صلى الله عليه وسلم
” الموضوعات ” (3/191)

(৩)
وقال الذهبي : قلت : ذا موضوع
ইমাম যাহাবী এটাকে জাল বলেছেন।

(৪)
وقال الدارقطني : منكر الحديث
ইমাম দারাকুতনী এটাকে মুনকার হাদীস বলেছেন,

(৫)
قال الشيخ الألباني رحمه الله – : موضو ع
আলবানী রহিমাহুল্লাহ এ জাতীয় বর্ননা কে জাল বলেছেন,
” السلسلة الضعيفة ” (رقم/6178، 6179
আল্লাহ ভালো জানেন।

এটা কয়েকটি সূত্রে বর্ণিত হয়েছে। যার কোনটা যয়ীফ জিদ্দান, কোনটা মুনকার, কোনটা মাওযূ বা ভিত্তিহীন/বানোয়াট।
এমন সূত্রের বরাতে হাদীস বলা, বর্ণনা করা, প্রচার করা জায়েয নয়।

এ ধরণের ভিত্তিহীন ও বানোয়াট কথা হাদীসের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
আসল আমল থেকে বিমুখ করে পেরেশানিতে ফেলা হচ্ছে।
যারা প্রচার করছেন তারা একটু তাহকীক ও যাচাই করে দেখা জরুরী।

১৫ রমজান শুক্রবারে কি পৃথিবীতে
১৫ রমজান শুক্রবারে কি পৃথিবীতে

আরো দুই বছর আগে রমজানে এই খবর প্রচার হয়েছিল, মধ্য রমজানে নাকি বিকট আওয়াজ হবে। কেউ কেউ এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিচ্ছিল।
তখন এই ব্যাপারে বিজ্ঞ উলামায়ে কেরাম এর পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে।

ফের এই রমজানে একই কান্ড শুরু হল। তাহকীক ছাড়া অডিও, ভিডিও, বিভিন্ন পোস্ট প্রচার করা হচ্ছে।

এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, নাস্তিক মুরতাদরা ইসলামকে ঠাট্টার বস্তু বানাচ্ছে।

তাছাড়া যখন মধ্য রমজানে কিছু হবে না, তখন কি নাস্তিকদের কাছে ইসলাম হাসির পাত্র হবে না ?
আহলে কুরআনদের হাদীস অস্বীকার করার আরো একটি পথ খুলে দেওয়া হবে না ?

আসুন!
এসব ভিত্তিহীন খবর নিয়ে পড়ে না থেকে ঈমান ইলম আমলের চর্চায় রত থাকি,
আল্লহ তাআলা সহজ করুন ও কবুল করুন আমীন।

 

শেষ কথা

সুপ্রিয় পাঠক! আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে হাজারো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারেন ৷ আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে তাও জানাতে পারেন ৷ নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন নির্দ্বিধায় ৷ সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ৷ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷ জাযাকাল্লাহ খাইরান ৷

রমজান শুক্রবারে কি পৃথিবীতে বিকট আওয়াজ হবে?
রমজান শুক্রবারে কি পৃথিবীতে বিকট আওয়াজ হবে?

One thought on “১৫ রমজান শুক্রবারে কি পৃথিবীতে বিকট আওয়াজ হবে? মধ্য রমজান কী হতে চলছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *