আমাদের সম্পর্কে
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ৷ প্রিয় পাঠক! আপনাকে স্বাগতম ৷ আহলান ওয়া সাহলান ৷ আমি আনন্দিত যে আপনি আমার সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ৷
দীদার মাহদী ডটকম কী?
এটি মূলত আমার ব্যক্তিগত নামে ওয়েবসাইট ৷ আমি যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করছি ৷ তাই ভেবেছি আমার একটা অনলাইনে ওয়েবসাইট থাকলে খারাপ হয় না ৷ সে কারণে আমি নিজের নামে একটা ওয়েবসাইট খুলি ৷ যেখানে আমি কোরআন, হাদিস, মাসআলা ও বিভিন্ন বিষয় পরামর্শসহ পাঠকদের উপকারার্থে বিভিন্ন শিক্ষামূলক লেখা প্রকাশ করে থাকি ৷
আমার পরিচয়
আমি দীদার মাহদী ৷ জন্ম: ১৯৯২ ৷ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে ৷ আমার বাবা সিরাজুল হক ৷ বরিশাল কোর্টের একজন আইনজীবি সহকারী ৷ মা গৃহিণী ৷ আমরা তিনভাই ৷ আমি পরিবারে বড় ৷ প্রথম সন্তান হিসেবে আদোরের ঝুলি আমার কাঁধেই বেশি ঝুলতো ৷
আমার ছোট দীনার আহমাদ ৷ সে হাফেজ ৷ মাওলানা ৷ মুফতি ৷ একটা কওমি মাদরাসা সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ৷ একদম ছোটোভাই দেলোয়ার হোসেন ৷ সে দাখিল পর্যন্ত পড়াশোনা করেছে ৷ বর্তমানে টেইলার্সের কাজ করে ৷
আমি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ে হাফেজী মাদরাসায় ভর্তি হই ৷ ২০০৭ সালে হিফজুল কুরআন শেষ করি ৷ ঢাকার একটি কওমি মাদরাসায় ৷ জামিআ ইসলামিয়া ইসলামবাগে কওমি শিক্ষা জীবনের সূচনা হয় ৷
সর্বশেষ হাফেজ্জী হুজুর রহ: প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচরের জামিআ নুরিয়া ইসলামিয়া থেকে ২০১৮ সালে দাওরায়ে হাদীস শেষ করি ৷ আল হাইয়্যাতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশ শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে জাইয়্যিদ জিদ্দান বিভাগে উত্তীর্ণ হই ৷
পাশাপাশি ২০১২ সালে ঢাকার যাত্রাবাড়ি এক মাদরাসা থেকে দাখিল অষ্টম শ্রেণি পরীক্ষা দিই ৷ মাত্র দুইমাস পড়ে ৷ জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হই ৷ দাখিল ২০১৫ তে ৷ জিপিএ-৫ ৷ আলিম ২০১৭ তে ৷ জিপিএ-৪ ৷ ফাজিল ২০২২ সালে সমাপ্ত করি ৷
পাশাপাশি বরিশাল সরকারি বিএম কলেজে অনার্স কোর্সে ভর্তি হই ২০১৭ সালে ৷ বর্তমানে অনার্স ফোর্থ ইয়ারে পড়াশোনা চলমান আছে ৷ আলহামদুলিল্লাহ ৷
কর্মজীবন
কর্মজীবন খুব বেশি দিনের নয় ৷ দাওরায়ে হাদীস শেষে গোসাইরহাটে একটা মাদরাসার সহকারী শিক্ষক ও মাদরাসা মসজিদের ইমাম ও খতীবের দায়িত্ব পালন করি ৷ ২০১৯ সালে ৷ এক বছর ৷
এরপর আধুনিক শিক্ষার সাথে ইসলাম শিক্ষার নতুন প্লাটফরম গোসাইরহাটের কোদালপুরে প্রতিষ্ঠিত দারুলহুদা মডেল মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে জয়েন করি ৷ ২০২০ সালে ৷
প্রতিষ্ঠান শুরুর দিকে ৷ এটা বর্তমানে (২০২২) হিফজ ও প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৷ পর্যায়ক্রমে কামিল মাদরাসা ইনশাআল্লাহ ৷
আমি কী বিষয়ে লিখি
আমার লেখালেখিতে আসা মূলত ২০০৮ সালে ৷ তখন আমি নতুন একটি পত্রিকা মাসিক সাহিত্যকলিতে লেখালেখি শুরু করি ৷ লেখালেখির স্বপ্ন সেই হিফজ বিভাগে পড়া অবস্থায় কিশোর কন্ঠ পড়ার মাধ্যমে তৈরি হয় ৷
পরবর্তীতে মাসিক আদর্শ নারী পড়ার সুবাদে লেখালেখির স্বপ্নটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে ৷ ঢাকার মাদ্রাসায় আসার পরে সেই স্বপ্ন ডালপালা বিস্তার করতে শুরু করে ৷ সাহিত্য কলিতে আমার প্রথম একটি অনুভূতিমূলক লেখা প্রকাশিত হয় ৷ পরবর্তীতে সাহিত্যকলি এবং ঢাকা থেকে প্রকাশিত বেশ কিছু মাসিক পত্রিকায় নিয়মিত ছড়া-কবিতা নিবন্ধ প্রকাশিত হয় ৷
এরপরে দৈনিক যুগান্তর, নয়া দিগন্ত, সংগ্রাম পত্রিকায় নিয়মিত ছড়া কবিতা গল্প লিখতে শুরু করি ৷
পরবর্তীতে ইসলামিক নিবন্ধ লিখতে শুরু করি এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় ৷ অনলাইন কয়েকটি পত্রিকায় নিয়মিত লিখতে শুরু করি ৷ সেই ভাবনা থেকেই ব্যক্তিগত নামে ওয়বসাইটটি খোলা ৷ যেখানে মন খুলে লেখা যাবে ৷ লেখা প্রকাশ করা যাবে ৷ এবং দ্বীনী খেদমত আঞ্জাম দেয়া যাবে ৷
আমাদের এই সাইটে যা যা লিখি ৷
কুরআন
হাদীস
মাসআলা
ফতোয়া
ছড়া-কবিতা
গল্প
প্রবন্ধ
ইসলামিক গান
পরামর্শ
অন্যান্য
শেষকথা
আমি ছোট মানুষ ৷ আমার ব্যক্তিগত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করে পুরো লেখাটি পড়ার জন্য আন্তরিক মুবারকবাদ ৷ আমার সম্পর্কে আর কিছু জানার থাকলে কমেন্ট করুন ৷ বলবো ইনশাআল্লাহ ৷ আপনার সুস্বাস্থ্য ও জান্নাতী জীবন প্রত্যাশা করছি ৷ আল্লাহ আমাদের সকল কর্মপ্রচেষ্টা কবুল করুন ৷ আমীন ৷