SSC Result 2023 | এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ৷ সুপ্রিয় শিক্ষার্থী! কেমন আছো? তুমি যদি এসসসি পরীক্ষার্থী হও, তোমার জন্য শুভ কামনা ৷ আশা করছি চমৎকার রেজাল্ট করে থাকবে ৷ অভিভাবক কেউ হলে আপনার সন্তান বা কাছেরজনের জন্য অনেক অনেক শুভ কামনা ৷ আজ আমরা কথা বলবো SSC Result 2023 | এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে ৷ যতভাবে রেজাল্ট দেখা যায়, সব নিয়ম সম্পর্কে আলোকপাত করবো ইনশাআল্লাহ ৷ আমাদের সঙ্গেই থাকুন ৷
আরও দেখুনঃ সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম চিত্রসহ
এসএসসি দাখিল রেজাল্ট দেখার নিয়ম | SSC Dakhil Result Check 2023
রেজাল্ট প্রত্যাশী বন্ধুরা! এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্টও বিভিন্নভাবে দেখার নিয়ম ও পদ্ধতি রয়েছে ৷ অনলাইনে, মোবাইল এসএমএস কিংবা সরাসরি নিজে স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট জানা যাবে ৷
আমরা এখন অনলাইনের মাধ্যমে সকল পরীক্ষার ফলাফল খুব সহজে ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ এবং কম্পিউটার দ্বারা খুব সহজে দেখতে পারি। আপনি চাইলে দাখিল পরীক্ষার ফলাফল ২০২৩ সবার আগে দেখতে পারেন আপনার মোবাইল দ্বারা অনলাইনের মাধ্যমে। অনলাইনের পাশাপাশি আপনি মোবাইলে এসএমএস করার মাধ্যমে পরীক্ষার ফলাফল পেতে পারেন। আমরা এই লেখাটিতে অনলাইনে ফলাফল বের করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিচে দেখুন।
অনলাইনের মাধ্যমে এসএসসি দাখিল রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার জন্য দুইটি ওয়েবসাইট রয়েছে
eboardresults.com/v2/home
educationboardresults.gov.bd
অনলাইনে এসএসসি দাখিল রেজাল্ট দেখার নিয়ম
- দুইটি ওয়েবসাইটের যেকোনটি ভিজিট করুন
- Examination এর জায়গায় SSC/Dakhil নির্বাচন করুন
- Year এর জায়গায় পরীক্ষার সাল (যেমন: 2023) নির্বাচন করুন
- Board এর জায়গায় আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করুন (যেমন: Dhaka)
- Roll এবং Registration No সঠিকভাবে পূরণ করুন
- এবার নিচে যে ক্যাপচার-টি রয়েছে তা পূরণ করূন, যেমন: 1+1=2
- এরপর Submit এ ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন।
এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
টেকনিল্যাল বোর্ড থেকে যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে Examination এর জায়গায় SSC (Vocational) নির্বাচন করুন এবং বোর্ড এর যায়গায় Technical Board দিবেন।
SMS এর মাধ্যমে SSC Dakhil রেজাল্ট দেখার নিয়ম
এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC, তারপর একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষর লিখতে হবে। একটি স্পেস দিন এবং আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর আর একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার বছর লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।
SSC<space>Board<space>SSC Roll<space>Year
16222 এই নাম্বারে সেন্ড করুন ৷
উদাহরণ: SSC DHA 123456 2023 Send to 16222
যদি আপনার আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর না জেনে থাকেন তবে নিচের তালিকা থেকে জেনে নিতে পারেন;
শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর
- Madrassaha Board ☞MAD
- Dhaka Borard ☞DHA
- Rajshahi Board ☞RAJ
- Jessore Board ☞JES
- Comilla Board ☞COM
- Chittagong Board ☞CHI
- Barishal Board ☞BAR
- Sylhet Board ☞SYL
- Dinajpur Board ☞DIN
এসএমএস এর মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
Dakhil<space>MAD<space>Dakhil Roll<space>Year
16222 নাম্বারে সেন্ড করুন।
উদাহরণ:
মাদ্রাসা বোর্ড: DAKHIL MAD 123456 2023 Send 16222
টেকনিক্যাল বোর্ড: SSC TEC 123456 2023 Send 16222
নম্বরপত্র মার্কশিটসহ পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি
তুমি যদি এসএসসি বা দাখিল পরীক্ষার ফলাফল মার্কশিট সহ দেখতে আগ্রহী হও তাহলে নিচে থাকা লিংকের মাধ্যমে খুব সহজে মার্কশিট ডাউনলোড করতে পারবে । মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য নিচে থাকা লিংকটিতে ক্লিক করো । ক্লিক করার পর তোমার সামনে নিচে থাকা ছবির মত একটি পেজ আসবে। আসার পর আপনাকে যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো।
মার্কশিট সহ পরীক্ষার ফলাফল দেখতে
নিচে প্রত্যেকটি বোর্ডের ওয়েবসাইট লিংক দেওয়া হলো
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
https://dhakaeducationboard.gov.bd/
কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
https://rajshahieducationboard.gov.bd/
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
https://www.jessoreboard.gov.bd/
বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
https://www.barisalboard.gov.bd/
সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
https://dinajpureducationboard.gov.bd/
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ
শেষ কথা
সুপ্রিয় পাঠক! আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে হাজারো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারেন ৷ আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে তাও জানাতে পারেন ৷ নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন নির্দ্বিধায় ৷ সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ৷ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷ জাযাকাল্লাহ খাইরান ৷
DremBoxBrasil está online! Os mais diversos produtos, de eletrônico à cozinha!
Nice information! Thanks for sharing! If you want to see some vaper in Brazil just enter: http://www.brasilvapes.com
Pizzaria Pizza Salvador Bahia Rio Vermelho Brasil Delivery http://www.vilaitalia.com.br
Nice Content