শোক দিবসের ছড়া-কবিতা | বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া কবিতা

শোক দিবসের ছড়া-কবিতা | বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া কবিতা

প্রিয় পাঠক! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ৷ ছড়া কবিতা বিভাগই আপনাকে স্বাগতম ৷ এই বিভাগে আমি সমসাময়িক বিষয়ের উপরে ছড়া কবিতা প্রকাশ করে থাকি ৷ আজ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কয়েকটি ছড়া আপনাদের সাথে শেয়ার করছি ৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে ৷ থাকবে ৷ তবে আজ আমরা চেষ্টা করব সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে ৷ শেখ মুজিবুর রহমানের ভালো গুণগুলো নিয়ে কিছু কথা বলার ছড়ায় ছড়ায় ইনশাল্লাহ ৷ শোক দিবসের ছড়া-কবিতা | বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া কবিতা ৷

শোক দিবসের ছড়া-কবিতা | বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া কবিতা

 

শেখ মুজিবুর
দীদার মাহদী

শোক দিবসের ছড়া-কবিতা
শোক দিবসের ছড়া-কবিতা

তীব্র শ্লেষ রুদ্র কণ্ঠে
ভাষণ শোনার পর,
বাঙালীদের মনের থেকে
কেটে গেলো ডর ৷

ভাষণ শুনে বীরের জাতির
রক্ত গরম হয়,
বিপ্লবী মন চাঙ্গা করে
ছিনিয়ে আনে জয় ৷

সবার মনে জায়গা করে
ভাষণ দিয়ে এক,
শেখ মুজিবর নামটা এখন
চতুর্দিকে দেখ ৷

তর্ক আছে থাকুক অনেক
আজ সে বেঁচে নেই,
তার জীবনী পড়ে দেখি
নেতা ছিলেন সেই ৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে রক্ত গরম হয়নি, দেশ মাতৃকার জন্য উজ্জীবিত হয়নি এমন মানুষ পাওয়া দুষ্কর ৷ তার জাদুকরি কথা বলা এবং চমৎকার শব্দের গাঁথুনি দ্বারা বক্তব্য সবার মন হৃদয়কে কেড়ে নিয়েছে ৷ দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধুর ভাষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে ৷ 1971 সালের যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাঙালি জাতি আপমর জনতা ৷ বাংলার দামাল ছেলেরা বঙ্গবন্ধুর এ ভাষন থেকে প্রেরণা পেয়েছে ৷ একটি ভাষণের কত ক্ষমতা ও পাওয়ার থাকতে পারে তা বঙ্গবন্ধুর এই ভাষণ থেকে বুঝতে পারি ৷

 

মুজিববর্ষ
দীদার মাহদী

শেখ মুজিবকে নিয়ে ছড়া-কবিতা
শেখ মুজিবকে নিয়ে ছড়া-কবিতা

একটা মুজিব বাংলাদেশে
জন্মেছিলো বলে,
স্বাধীনতা পেলো জাতি
তার প্রেরণার ফলে ৷

শুনলো জাতি শেখ মুজিবের
সাহস ভরা কথা,
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে
আনলো স্বাধীনতা ৷

এই মানুষটি দেশ ও জাতি
সবার কাছে প্রিয়,
মুজিববর্ষে মুজিব তুমি
শ্রদ্ধা অনেক নিও ৷

তোমায় নিয়ে কুরাজনীতি
করছে দেশে যারা,
বন্ধু সেজে দেশ ও দশের
চরম শত্রু তারা ৷

জাতীয় শোক দিবসের রচনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চমৎকার কিছু ভালো দিক এবং গুণ রয়েছে ৷ তিনি দেশকে চোর মুক্ত করার জন্য ৷ দুর্নীতিমুক্ত করার জন্য অনেক কাজ করেছেন ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার একটি ঘটনা আমার মনে পড়ে গেল ৷ একদিন তিনি স্কুলে ছাতা নিয়ে বেরিয়েছিলেন ৷ কিন্তু স্কুল থেকে ছাতা ছাড়াই বাড়িতে আসলেন ৷ তার মা বলল, খোকা তোমার ছাতা কোথায়? তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, তার এক গরীব বন্ধু রয়েছে ৷ যার ছাতা নেই ৷ বৃষ্টিতে ভিজে সে স্কুলে আসা যাওয়া করে ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সেই ছাতাটি দিয়েছিলেন ৷ যাতে করে তার স্কুলে আসতে ভিজতে না হয় ৷

আরেক দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীতের সময় চাদর নিয়ে বাইরে গিয়েছিলেন ৷ কিন্তু বাইরে থেকে যখন ঘরে ফিরলেন তখন তার গায়ে চাদর ছিল না ৷ বঙ্গবন্ধুর মা তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি রাস্তার ধারে একজন বুড়ি মাকে দেখেছি ৷ তিনি ঠকঠক করে শীতে কাঁপছেন ৷ আমি তাকে চাদরটি দিয়ে এসেছি ৷ কতটা মানবিক ছিলেন তিনি ৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ মাটি ও মানুষের জন্য তারা আজন্ম যুদ্ধ ছিল ৷ তিনি চেয়েছিলেন চমৎকার একটি বাংলাদেশ গড়ার ৷ তিনি সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলিম হিসেবে তিনি ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রেও ভূমিকা পালন করেছেন ৷ বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে কুরআনী মক্তবের কার্যক্রম ছড়িয়ে দিয়েছিলেন ৷ শুধু তাই নয় বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে জায়গার ব্যবস্থা করার মাধ্যমে ইসলামের সুমহান খেদমত নিয়ে আঞ্জাম দিয়েছেন ৷

আপনার জন্য আরও কয়েকটি লেখা

শেষ কথা

সুপ্রিয় পাঠক! আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে হাজারো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারেন ৷ আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে তাও জানাতে পারেন ৷ নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন নির্দ্বিধায় ৷ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷ জাযাকাল্লাহ খাইরান ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *