দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে

দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে

 

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ৷ সুপ্রিয় পাঠকবৃন্দ! আশা করছি ভাল এবং সুস্থ আছেন ৷ আজ আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করতে চলেছি ৷ দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে? এই টপিকে আমরা বিস্তারিত আলাপ করার প্রয়াস চালাবো ৷

 

আমরা জানি পৃথিবীতে যা কিছু ঘটছে এবং ঘটবে সবকিছু লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে ৷ এর পরেও আমরা প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করছি ৷ প্রার্থনা করছি ৷ দোয়া করছি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ৷

 

আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করছি ৷ আমাদের বোঝা দরকার তাকদীরে যেটা লেখা আছে, সেটা হবেই ৷ আমরা এই যে প্রতিনিয়ত দোয়া করছি ৷ এই দোয়ার মাধ্যমে আমাদের ভাগ্যে যা লেখা আছে তা পরিবর্তন হবে কিনা? আমরা এ ব্যাপারে তথ্যসহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ৷

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]দোয়া কি ভাগ্য পরিবর্তন করে[/box]

একটি প্রবাদ রয়েছে ৷

‘ভাগ্যের লিখন না যায় খন্ডন’

এই প্রবাদের দিকে লক্ষ্য করলে আমাদের মনে হয় ভাগ্যে যেটা লিখিত আছে সেটা অবশ্যই হবে ৷ কোনোভাবেই খন্ডন করা যাবে না ৷ তবে আমাদের অবশ্যই মনে রাখা উচিত ভাগ্য পরিবর্তনের প্রভাব অনস্বীকার্য ৷ তবে দোয়ার মাধ্যমে আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে এটাও কিন্তু লৌহে মাহফুজে লিখিত রয়েছে ৷

আমি দোয়া করব এবং দোয়ার বদৌলতে আমার এই এই জিনিস অর্জিত হবে ৷ এবং দোয়ার খাতিরে আমার এই এই বিপদ থেকে আমি মুক্তি পাব ৷ এটা মূলত আগেই লিখিত রয়েছে ৷

আপনি পড়ছেনঃ দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে

কেউ যখন অসুস্থ হয় ৷ তখন এই চিন্তা করে যদি বসে থাকে ৷ আমার ভাগ্যে যা আছে তাই হবে ৷ আমি ডাক্তার কবিরাজ দেখাবো না ৷ ঔষধ পত্র গ্রহণ করব না ৷ তাহলে সে বোকামি করবে ৷ ভুল করবে ৷ বরং আমরা দেখতে পাই কোন ব্যক্তি অসুস্থ হলে ৷ সে ঔষধ সেবন করলে সুস্থ হয়ে উঠছে ৷ তাকে ঝাড়ফুঁক করলে সে শিফা পাচ্ছে ৷ এভাবে করে তার অবস্থার পরিবর্তন ঘটছে ৷

দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে

 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন একদিকে একদল সৈনিক প্রেরণ করলেন। সেখানে তাঁরা একটি কাফের গোত্রের নিকটে মেহমান হিসাবে উপস্থিত হলেন ৷ গোত্রের লোকেরা মেহমানদারী করতে অস্বীকার করল। রাতের বেলা সেই গোত্রের নেতাকে বিষাক্ত সাপে দংশন করল। তাকে ঝাড়ফুঁক করার জন্য কবিরাজ অনুসন্ধান করা হল। কিন্তু কোন কবিরাজ পাওয়া গেলনা।

অবশেষে লোকেরা সাহাবীদের নিকট এসে কবিরাজ অন্বেষণ করল। একজন সাহাবী বললেন, আমি ঝাড়ফুঁক করতে রাজি আছি, তবে আমাকে এরজন্যে বিনিময় দিতে হবে। তারা ঝাড়ফুঁকের বিনিময়ে একশটি ছাগল দিতে রাজি হলে উক্ত সাহাবী রোগীকে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন। ফলে রোগী এমনভাবে সুস্থ হয়ে উঠল, মনে হয় যেন রশির বাঁধন হতে মুক্ত করা হল।

উক্ত হাদীসে দেখা যাচ্ছে যে, রোগ মুক্তির জন্য ঝাড়ফুঁক যথেষ্ট কার্যকর। অনুরূপভাবে, দোয়ার প্রভাব রয়েছে।

عَنْ سَلْمَانَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يَرُدُّ القَضَاءَ إِلاَّ الدُّعَاءُ، وَلاَ يَزِيدُ فِي العُمْرِ إِلاَّ البِرُّ.

হযরত সালমান রাঃ থেকে বর্ণিত। কেবল দুআই খোদায়ী ফায়সালা পরিবর্তন করাতে পারে। আর নেক কাজই বয়সের বরকত বৃদ্ধি করাতে পারে। [তিরমিজী, হাদীস নং-২১৩৯]

পবিত্র কোরআনে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেনঃ

یَمۡحُوا اللّٰہُ مَا یَشَآءُ وَ یُثۡبِتُ ۚۖ وَ عِنۡدَہٗۤ اُمُّ الۡکِتٰبِ ﴿۳۹﴾

আল্লাহ যা ইচ্ছা করেন মিটিয়ে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন, আর তাঁর কাছেই রয়েছে মূল কিতাব।

আপনি পড়ছেনঃ দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে

ভাগ্য তথা তাকদীর দুই প্রকার

যথা-

এক ৷ তাকদীরে মুবরাম।

দুই ৷ তাকদীরে মুআল্লাক।

দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে
দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে

তাকদীরে মুবরাম কখনোই পরিবর্তন হয় না।

আর তাকদীরে মুআল্লাক বান্দার আমল, দুআ ইত্যাদির মাধ্যমে পরিবর্তিত হয়।

বাকি বান্দাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। সে যা ইচ্ছে করতে পারে। ভাল কাজও করতে পারে। আবার মন্দ কাজও করতে পারে। কিন্তু আল্লাহ যেহেতু সর্ব বিষয়ে জ্ঞাত। পূর্বাপর সব কিছুই তার জ্ঞানে রয়েছে। তাই তিনি জানেন বান্দা কোন কাজটি করবে ৷

 

আরও পড়ুনঃ সংগঠন সংক্রান্ত দারসুল হাদীস

 

দোয়া কখনো বিফলে যায়না ৷ আপনি আজ দোয়া করলে এটা আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে আজকেই প্রতিদান দিবেন ৷ অথবা ভবিষ্যতের জন্য জমা রেখে দেবেন ৷ অথবা কাল কেয়ামতের ময়দানে আপনাকে দোয়ার বিনিময়ে দিবেন ৷

শেষ কথাঃ

দোয়া কখনো বৃথা যায় না ৷ তাই দোয়া অব্যাহত রাখতে হবে ৷ নিত্যনতুন লেখা পেতে ৷ বিভিন্ন টপিকের ওপর ৷ আমাদের সাইটটি ভিজিট করুন ৷ আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *