Notun bochorer islamic status | নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ৷ সুপ্রিয় পাঠক! কেমন আছেন? আপনাদের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ৷ শুরু হল 2023 সাল ৷ আমাদের জীবন থেকে ঝরে গেল আরো একটি বছর ৷ নতুন বছরকে স্বাগত জানিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন ৷ আপনার মন চায় এমন একটি স্ট্যাটাস দিতে যা থেকে অনেকেই শিক্ষা গ্রহণ করতে পারবে ৷ খুব ভাব গম্ভীর্যপূর্ণ এবং অর্থপূর্ণ একটি স্ট্যাটাস আপনি দিতে চান ৷ আপনাকে সাহায্য করতে আজকের এই নিবন্ধ ৷ Notun bochorer islamic status ৷ নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস ৷ আশা করছি বর্তমান নিবন্ধ আপনাকে কিছুটা হলেও সাহায্য করবে ইনশাল্লাহ ৷ শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ৷
নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস
একটি বছর শেষ হয়ে নতুন আরেকটি বছর শুরু হওয়া সবার কাছে একরকম নয় ৷ কেউ নতুন বছরকে নানা আয়োজনে অনুষ্ঠানে আনন্দ বিমোহিত হয়ে উদযাপন করে স্বাগত জানায় ৷ আবার কেউ জীবন থেকে একটি বছর অতিক্রান্ত হলো ৷ আমি কতটুকু জান্নাতের পথে অগ্রসর হতে পেরেছি ৷ আমি এই একটি বছরে আল্লাহ রব্বুল আলামীনের কতটুকু প্রিয়ভাজন হতে পেরেছি ৷ আর আমি আল্লাহর কতটা নাফরমানি করেছি, এই হিসেব-নিকাশ করতে বসেন কেউ কেউ ৷
একজন বুদ্ধিমান হিসেবে আমাদেরও এই হিসাব-নিকাশ করা উচিত ৷ আমার জীবন থেকে তিনশত পয়ষট্টিটি দিন চলে গেল ৷ আমি কতটুকু সামানা ও আখেরাতের সম্পদ অর্জন করতে পেরেছি ৷ এই বছরটি আল্লাহ রব্বুল আলামীনের আনুগত্যে আমার কতটুকু কেটেছে ৷ আমার দ্বারা এ বছরে কি কি নাফরমানি হয়েছে, তার পুরো দোস্তুর হিসেবে করা একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ৷ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে শিখিয়েছেন
وَ مَا کَانَ قَوۡلَہُمۡ اِلَّاۤ اَنۡ قَالُوۡا رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَ اِسۡرَافَنَا فِیۡۤ اَمۡرِنَا وَ ثَبِّتۡ اَقۡدَامَنَا وَ انۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۱۴۷﴾
আর তাদের কথা শুধু এই ছিল যে, তারা বলল, ‘হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পাসমূহকে, আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন’।
[সূরা আল ইমরান-১৪৭ নং আয়াত]
Notun bochorer islamic status ৷ হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাস
- এক. সময়কে দোষ দিয়ে লাভ নেই ৷ সময়কে সৃষ্টি করেছেন মহান রব ৷ তিনি নিষেধ করেছেন সময়কে দোষ দিতে ৷ পিছনের সব কিছু ভুলে আসুন নতুনভাবে শুরু করি আগামীর বছর ৷
- দুই. অনেক হয়েছে ৷ এবার থামুন ৷ আপনি ফানুস উড়িয়ে নববর্ষ উদযাপন করছেন? আপনার পেছনে দেখুন মালাকুল মউত দাঁড়িয়ে আছে ৷ যেকোনো সময় ওপারের ডাক আসতে পারে ৷ আপনার প্রস্তুতি কতটুকু? নতুন বছর হোক পাপমুক্ত এক অনাবিল প্রশান্তিময় ৷
- তিন. সময়কে কেন্দ্র করে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন ৷ সূরা আসর আরবী উচ্চারণ
وَٱلْعَصْرِ
إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ
সূরা আসর বাংলা উচ্চারণ
১) ওয়াল ‘আসর।
২) ইন্নাল ইনছা-না লাফী খুছর।
৩) ইল্লাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
সূরা আসর বাংলা অর্থ
১) কসম যুগের (সময়ের),
২) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
৩) কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
- ৪. নতুন বছরে আমোদ ফুর্তি নয় বরং জীবনের হিসেবের খাতা নিয়ে বসুন ৷ আত্মসমালোচনা করুন ৷ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলেন-
اِقۡرَاۡ کِتٰبَکَ ؕ کَفٰی بِنَفۡسِکَ الۡیَوۡمَ عَلَیۡکَ حَسِیۡبًا ﴿ؕ۱۴﴾
পাঠ কর তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব-নিকাশকারী হিসেবে যথেষ্ট।
[সূরা বানী ইসরাইল: আয়াত ১৪]
- ৫. এমন একটা সময় ছিল যখন আপনি আমি উল্লেখযোগ্য কেউ ছিলাম না ৷ আজ পৃথিবীতে আপনার আমার নাম আছে ৷ সুতরাং এমন কাজ করুন যেন পৃথিবীতে আপনার নাম অমর হয়ে থাকে ৷ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন-
ہَلۡ اَتٰی عَلَی الۡاِنۡسَانِ حِیۡنٌ مِّنَ الدَّہۡرِ لَمۡ یَکُنۡ شَیۡئًا مَّذۡکُوۡرًا ﴿۱﴾
মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
[সূরা দাহর: আয়াত-১]
নতুন বছরের ইসলামিক মেসেজ । new year islamic sms
- ১. শুধু সফলতায়ই নয় আলহামদুলিল্লাহ বলুন ব্যর্থতার পরও ৷ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ও ভাইভায় উত্তীর্ণ একজন চাকরিপ্রার্থীকে প্রাইমারি রেজাল্ট আউট হওয়ার পর জিজ্ঞাসা করেছিলাম ফলাফল কি? উনি যেভাবে বলেছিলেন আলহামদুলিল্লাহ চাকরি হয়নি ৷
- ২. ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিছুই জানেন না ৷ যদিও পরিকল্পনা আর ইতিহাস ঘেঁটে উপলব্দি করতে পারেন ৷ তাই ভবিষ্যতের প্রতিটি কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলুন ৷ ইনশাআল্লাহ আগামী দিন হোক আপনার আখেরাতের ফসল তোলার উত্তম ক্ষেত্র
- ৩. আরেকটি নতুন বছর পেলেন ৷ শুকরিয়া আদায় করুন ৷ অতীতের জন্য তাওবা ইস্তেগফার পড়ুন ৷ আর আজ শপথ নিন সালত, সিয়াম ও যাকাত কখনো কাজা করবেন না ৷
- ৪. ভুল থেকেই মানুষের শিক্ষা হয় ৷ বাস্তব জীবনের এ শিক্ষা ভবিষ্যতে কাজে লাগান ৷ একই ভুল দ্বিতীয়বার হতে দিবেন না ৷ আগামী দিন হোক ভুলমুক্ত ৷
- ৫. ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি ৷ যদিও প্রচলিত প্রবাদ বাক্যটি হলো পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি ৷ কিন্তু আপনি দেখুন একটি কাজ করতে গিয়ে আপনি যখন ব্যর্থ হবেন তখন ওই কাজটি সাফল্যের সাথে শেষ করার ক্ষেত্রে আপনি অবশ্যই উদ্বুদ্ধ হবেন ৷ তাই ব্যর্থতা থেকেই শিক্ষা নিন ৷
কি লিখে নতুন বছরের স্ট্যাটাস দিবো ? ইসলামিক নিউ ইয়ার শুভেচ্ছা
উপরে মোট ১০ টি ইসলামিক স্ট্যাটাস কিংবা নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা মেসেজই আপনি কপি করে নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস দিতে পারেন।
এছাড়া এখানের যেকোনো একটি বা একাধিক মেসেজ কপি করে নতুন বছরের ইসলামিক পোস্ট হিসেবে শেয়ার করতে পারেন।
এবং আপনার প্রিয় মানুষকে নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা হিসেবে মেসেজ করে পাঠাতে পারেন।
আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু লেখা
শেষ কথা
সুপ্রিয় পাঠক! আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে হাজারো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারেন ৷ আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে তাও জানাতে পারেন ৷ নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন নির্দ্বিধায় ৷ সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ৷ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷ জাযাকাল্লাহ খাইরান ৷