হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত[/box]

 

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ৷ সুপ্রিয় পাঠক! আমাদের ভালবাসা ও শুভেচ্ছা নিন ৷ আপনি সম্ভবত হজের খরচ সম্পর্কে জানার জন্য গুগলে খোঁজাখুঁজি করছেন ৷ হজ্জ 2022 | হজ্ব করতে কত টাকা লাগে?  আপনি ঠিক একটি আর্টিকেল ওপেন করেছেন ৷ আমরা আজকের নিবন্ধে হজের খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব ৷

একজন মুসলিমের আবেগের জায়গা হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত ৷ সে মনে প্রানে চায় কোরআন নাজিলের দেশ ববং প্রাণের চেয়েও প্রিয় নবীজির দেশ ঘুরে আসা ৷ সফর করা ৷ এবং মক্কা ও মদীনার পবিত্র মাটি তার গায়ে মাখানোর জন্য ৷ কিন্তু অর্থের সীমাবদ্ধতার কারণে অনেকেই সেটা পেরে ওঠে না ৷ তবে নিয়ত যদি পাকা হয় ৷ আল্লাহ যদি কবুল করে ফেলেন ৷ অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না ৷

আরও পড়ুনঃ খাঁচায় পাখি পালন সম্পর্কে ইসলাম কী বলে? 

আপনি যদি খালেসভাবে চান বাইতুল্লাহ সফর করবেন ৷ তাহলে আপনি আজই সিদ্ধান্ত নিন ৷ আল্লাহর কাছে সব সময় কামনা করে দোয়া করেন ৷ অর্থ আপনার ইনশাল্লাহ বাধা হয়ে দাঁড়াবে না ৷

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]হজ্বের ফজিলত[/box]

হজের ফজিলত
হজ্জের ফজিলত

ইসলামের অন্যান্য রোকোন তথা সালাত, যাকাত, সিয়ামের যেমন বড় বড় ফজিলত রয়েছে ৷ তেমনি হজ্বেরও রয়েছে নিজস্ব ফজিলত-মর্যাদা ৷

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ৷ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ্ব করবে ৷ আর অশ্লীলতা করবে না ৷ এবং পাপাচার করবেনা ৷ সে ঐদিনের মতো নিষ্পাপ অবস্থায় ফিরে আসবে ৷ যেদিন তার মা তাকে জন্মদান করেছে ৷ বুখারী: ১৫২১

সুবহানাল্লাহ! কত বড় ফজিলত ৷ বান্দা যত গোনাহগার ও সিয়াকার হোক ৷  হজ্ব করার মাধ্যমে সে ঐদিনের মতো নিষ্পাপ শিশু হয়ে যায় ৷ যেদিন তার মা তাকে জন্মদান করেছে ৷ তবে এই মহা ফজিলত হাসিল হওয়ার জন্য উপরের হাদিসে তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে ৷

  • প্রথমত এই হজ সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে ৷ দুনিয়ার কোনো ফায়দা হাসিল করা উদ্দেশ্য হতে পারবে না ৷ যেমন সুনাম সুখ্যাতি অর্জন করা যেন না হয় ৷ কিংবা নিছক ভ্রমণ বা পর্যটন যেন না হয় ৷ যেমন মানুষ দুনিয়ার বিভিন্ন শহরে ভ্রমণের জন্য যায় ৷ আর সে চিন্তা করলো চলো আমি না হয় হজের উসিলায় ভ্রমন করে আসি ৷ হাদীস শরীফে এর ভবিষ্যদ্বাণী করা হয়েছে ৷

কেয়ামতের পূর্বে আমার উম্মতের ধনী লোকেরা শুধু ভ্রমণের উদ্দেশ্যে হজ্ব করবে ৷ আর আমার উম্মতের মধ্যে শ্রেণীর লোকেরা ব্যবসার উদ্দেশ্যে হজ্ব করবে ৷ আর আলেমরা সুনামের জন্য হজ্ব করবে ৷ আর গরিবরা ভিক্ষার জন্য হজ্ব করবে ৷

  • দ্বিতীয় শর্ত হলো যাবতীয় অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকা ৷
  • তৃতীয় শর্ত হলো যাবতীয় পাপ ও নাফরমানি থেকে বিরত থাকা ৷

বস্তুত অশ্লীলতা ও পাপাচার তো সব সময়ের জন্য হারাম ৷ তবে হজের ইহরাম অবস্থায় ওই গুলোর গুরুতরতা আরো বেড়ে যায় ৷

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]হজ্ব না করার পরিণাম[/box]

হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত
হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত

হজ আদায় করার সওয়াব ও ফজিলত যেমন বে ইন্তেহা ৷ তেমনি ফরয হজ্ব আদায় না করার ক্ষেত্রেও অতি কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে ৷ বিশ্ব নবী বলেন,

যে ব্যক্তি বাহন ও পাথেয় এর মালিক হয়েছে ৷ যা তাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দেবে ৷ তবু সে হজ করলো না ৷ তাহলে সে ইহুদি অবস্থায় মারা গেলো ৷ না নাসারা অবস্থায় ৷ তাতে কিছু আসে যায় না ৷ (অর্থাৎ তার হালাকি ও বরবাদি অবশ্যম্ভাবী) তা এ কারণে যে আল্লাহ তা’য়ালা বলেছেনঃ যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম ৷ তার ওপর বাইতুল্লাহ হজ ফরজ করা হয়েছে ৷  তিরমিজি: ৮১২

হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শক্তি ও সামর্থ থাকা সত্ত্বেও যে হজ করলো না ৷ আল্লাহর কসম সে হয় ইহুদি হয়ে মারা যাবে ৷ না হয় নাসারা হয়ে ৷

আল্লাহু আকবার ৷ কি ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি! এরপরও কি কোন মুসলমান, যে আল্লাহকে বিশ্বাস করে ৷ আল্লাহর রাসূল কে বিশ্বাস করে ৷ যার ওপর হজ ফরজ হয়েছে ৷ সে কি পারে হজ্ব আদায় না করার দুঃসাহস দেখাতে? অথচ আমাদের এদেশেই কত বিত্তশালী এমন আছে ৷ যারা সময় ও সুযোগের অভাব এবং ব্যাবসায়ীক ঝামেলার অজুহাতে ফরয হজ্ব আদায় করার কথা চিন্তাও করে না ৷

হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত

যখন মউতের সময় হবে ৷ মউত তাকে থাবা দিয়ে নিয়ে যাবে ৷ তখন কোথায় থাকবে তার ব্যাবসায়ীক ঝামেলা? এবং সময় অভাবের অযুহাত?

সুতরাং এখনো সময় আছে আমরা যেন সাবধান হয়ে হজ ফরজ হওয়া মাত্র যেন হজ আদায় করার বিষয়ে পুর্ণ সচেষ্ট হই ৷ আল্লাহ তৌফিক দান করুন ৷

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]হজ্ব করতে কত টাকা লাগে?[/box]

হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত
হজ্জ করতে কত টাকা লাগে

সরকারিভাবে হজে যেতে দুটি প্যাকেজ দেয়া হচ্ছে।

  • একটিতে খরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা।
  • অন্য প্যাকেজে খরচ হবে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ খরচ ধরা হয়েছিল ৪ লাখ ২৫ হাজার টাকা।

এর বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য জনপ্রতি ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচ হবে ৷

বেসরকারি ব্যবস্থাপনায় যারা ২০২০ সালে নিবন্ধন করেছিলেন, তারাও নিজ নিজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ২০২২ সালের হজ প্যাকেজের বাড়তি অর্থ পরিশোধ করে হজে যাওয়ার কার্যক্রম সম্পন্ন করবেন।

হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেয়া থাকতে হবে। সেই সঙ্গে সৌদি আরবে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে।

হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত

শেষ কথাঃ

সুপ্রিয় পাঠক! আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে হাজারো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারেন ৷ আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে তাও করতে পারেন ৷ সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ৷ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷ জাযাকাল্লাহ খাইরান ৷

One thought on “হজ্জ ২০২২ | হজ্ব করতে কত টাকা লাগে? হজ্বের ফজিলত

  1. দারুন উপকৃত হলাম। বেশি বেশি এরকম লেখা চাই।প্রশ্নবোধক চিহ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *